Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

বউয়ের সঙ্গে ঝগড়ার জেরে নিজের গায়ে আগুন

তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১০:০০ এএম

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের গায়ে নিজেই আগুন লাগিয়ে দিয়েছেন চট্টগ্রামের জাম বিক্রেতা আবুল কাশেম (৩৫)। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে এঘটনা ঘটে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্ত্রীর সঙ্গে ঝগড়া করেই আবুল কাশেম গায়ে আগুন দেন বলে জানান হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার।

তিনি জানান, নগরের কোতোয়ালি থানার বিআরটিসির ফলমণ্ডি এলাকায় ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়।

   

About

Popular Links

x