Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

শার্টের দাম কম বলায় দুই দফায় কলেজছাত্রকে পেটালো দোকানদাররা

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তার উপর আবার হামলা চালায় দোকানদারসহ অপরিচিত ১৫-১৬ জন লোক

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ০১:৪০ পিএম

নড়াইলের লোহাগড়ায় শার্টের দাম কম বলায় নাছির উদ্দিন নামে এক কলেজছাত্রকে ২ দফায় পিটিয়ে আহত করেছে দোকানদাররা। বৃহস্পতিবার বিকালে এই ঘটনা ঘটে বলে ইউএনবি'র একটি খবরে বলা হয়েছে।

আহত নাছির উদ্দিন লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের শিক্ষক আনোয়ারুল ইসলামের ছেলে।

পুলিশ ও আহতের পরিবারের সদস্যরা জানান, নাছির উদ্দিন বৃহস্পতিবার বিকালে লোহাগড়া বাজারের একটি মার্কেটে শার্ট কিনতে যান। এসময় দোকানদারের সাথে দাম কষাকষি নিয়ে তর্কে জড়িয়ে পড়লে তাকে বেপরোয়াভোবে মারধর করে দোকানদাররা।

পরবর্তীতে আহত নাছিরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থাতেই তার উপর ২য় দফায় হামলা চালায় ওই দোকানদারসহ অপরিচিত ১৫-১৬ জন লোক । এ সময় হামলা ঠেকাতে গিয়ে নড়াইল সদর হাসপাতালের একজন নার্স ও পরিবারের তিন সদস্যও আহত হন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন এ প্রসঙ্গে বলেন, "হামলার খবর শোনার পর হাসপাতালে দ্রুত পুলিশ পাঠানো হয়। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে"।

About

Popular Links