Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শনিবার (৬ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে সয়দাবাদ-নলকা মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। এখনও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি

আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১০:০৬ এএম

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে কামারখন্দ উপজেলার কাশেম মোড়ে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এঘটনায় চালকসহ আরও তিনজন আহত হন।

শনিবার (৬ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে সয়দাবাদ-নলকা মহাসড়কের ওই স্থানে এ দুর্ঘটনা ঘটে। এখনও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, দ্রুত বেগে যাওয়া উত্তরবঙ্গগামী একটি মিনিট্রাক জ্যাক ট্রাককে ওভারটেক করার সময় পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জ্যাক ট্রাকটির কেবিনে থাকা দু’আরোহীর মৃত্যু হয়। আহত হন চালকসহ আরও তিনজন। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

About

Popular Links