স্বর্ণের বারগুলো নিয়ে বিমানবন্দর পার হয়ে এসেছিলেন। আর একটু হলেই হয়তো পৌঁছে যেতেন নিজ গন্তব্যে। কিন্তু কোস্টগার্ড সদস্যদের হাতে ধরা পড়ার ভয়ে ৩০টি স্বর্ণের বার রেখেই দৌড়ে পালাতো হলো। শনিবার সকালে চট্টগ্রাম শাহ-আমানত বিমানবন্দর সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে ইউএনবির একটি প্রতিবেদনে বলা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড (পূর্ব জোন) সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, "সকাল ১০টার দিকে কোস্টগার্ড (পূর্বজোন) সদস্যরা পতেঙ্গা থানার বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশির উদ্দেশ্যে থামতে বলা হলে ওই ব্যক্তি একটি কালো পলিথিনে মোড়ানো প্যাকেট ফেলে দিয়ে পালিয়ে যায়।"
"পরে আমাদের সদস্যরা প্যাকেটের ভেতর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে", যোগ করেন তিনি।
হামিদুল ইসলাম আরও বলেন, "বিমানে আসা কোনো যাত্রী এসব স্বর্ণ নিয়ে এসেছিল। পালিয়ে যাওয়া ব্যক্তি বিমানবন্দর থেকে এসব স্বর্ণ চালান করার উদ্দেশে এসেছিল।"
জব্দকৃত স্বর্ণ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এ কর্মকর্তা।