Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

জামিনে মুক্তি পেলেন সাবেক এমপি রানা

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা জামিনে মুক্তি পেয়েছেন

আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১০:৫৩ এএম

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা জামিনে মুক্তি পেয়েছেন। 

মঙ্গলাবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে হাইকোর্টের জামিন নামা পাওয়ার পর টাঙ্গাইল জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। টাঙ্গাইল কারাগারের জেলার আবুল বাশার ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

এরআগে সোমাবার (৮ জুলাই) টাঙ্গাইলের দুই যুবলীগ নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি আমানুর রহমান খান রানার জামিন বহাল রাখেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ সোমবার এ আদেশ দেন।

এরফলে রানার কারামুক্তিতে আইনগত বাধা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে হাইকোর্ট এই মামলায় রানাকে জামিন দেন। ওই জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এছাড়াও মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায়ও তিনি জামিন পান।

প্রসঙ্গত, দীর্ঘ ২২ মাস পলাতক থাকার পর সাবেক এমপি আমানুর রহমান খান রানা বিগত ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। সে সময় আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। প্রায় তিনবছর কারাভোগের পর তিনি জামিনে বের হন।

   

About

Popular Links

x