Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় গৃহশিক্ষক গ্রেপ্তার

গৃহ শিক্ষকতার পাশাপাশি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিল সে

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০৫:০৯ পিএম

মানিকগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. রুবেল ওরফে রোমেল(৩০) নামের এক গৃহ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে অভিযুক্তকে আদালতে পাঠিয়েছে পুলিশ। নির্যাতনের শিকার শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত গৃহশিক্ষক মো. রুবেলের বাড়ি সদর উপজেলার বেতিলা ইউনিয়নের বাঙ্গরা গ্রামে।গৃহ শিক্ষকতার পাশাপাশি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিল সে।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার এস আই হারেজ শিকদার জানান, রুবেল ওই ছাত্রীর গৃহশিক্ষক। প্রতিদিন সন্ধ্যায় বাড়িতে গিয়ে তাকে পড়াত। দীর্ঘদিন ধরেই বিভিন্ন ভাবে মেয়েটিকে যৌন নিপীড়ন করে আসছিল সে। গত ৬ জুলাই পড়ানোর সময় ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় সে। এসময় মেয়েটি ঘর থেকে দৌড়ে বের হয়ে যায়। ঘটনা কাউকে না জানাতে ওই ছাত্রীকে ভয়-ভীতি দেখায় রুবেল।

বুধবার বিষয়টি অভিভাবকরা জানতে পারেন।

এঘটনায় বৃহস্পতিবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।পালিয়ে যাওয়ার সময় রুবেল ওরফে রোমেলকে গ্রেপ্তার করে।

   

About

Popular Links

x