টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ট্রাক চাপায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ (৫৫) নিহত হয়েছেন।
রবিবার (১৫ জুলাই) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন আল আজাদ জেলার দেলদুয়ার উপজেলার এলাসীন ছানবাড়ি এলাকার বাসিন্দা।
এ ব্যাপারে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা ঢাকা ট্রিবিউনকে বলেন, “আলাউদ্দিন আল আজাদ টাঙ্গাইল শহরের বাসা থেকে বের হয়।পরে তিনি আশেকপুর বাইপাসে রাস্তা পাড় হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়।তাকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ টাঙ্গাইল হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত আলাউদ্দিন আল আজাদ সখীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। প্রচণ্ড রক্তক্ষরণের জন্যই তার মৃত্যু হয়। সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন।
তার মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, “উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।”