Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

পরবর্তী কর্মসূচি ঘোষণা করে অবস্থান ধর্মঘট স্থগিত ঢাবি শিক্ষার্থীদের

'সাত কলেজ অধিভুক্তি বাতিল চাই' ফোরামের ব্যানারে শিক্ষার্থীরা এই অবস্থান ধর্মঘট পালন করেন

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১২:৫০ পিএম

বৃহস্পতিবারের(১৮ জুলাই) কর্মসূচি ঘোষণার মধ্যদিয়ে অবস্থান ধর্মঘট তুলে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার দুপুর ১২টার পর, অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে শাহবাগে অবস্থান নেয় তারা। এরফলে সেখানকার যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন পথে থাকা মানুষ। পরে দুপুর ২টায় পরেরদিনের কর্মসূচি ঘোষণা করে সেখান থেকে সরে আসেন আন্দোলনকারীরা। 

বৃহস্পতিবার ক্লাস ও পরীক্ষা বর্জন করে সকাল ১১টায় টিএসসি’র রাজু ভাস্কর্য এলাকায় আবার অবস্থান নেওয়ার কথা জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

উল্লেখ্য, 'সাত কলেজ অধিভুক্তি বাতিল চাই' ফোরামের ব্যানারে শিক্ষার্থীরা বুধবার অবস্থান ধর্মঘট পালন করেন ঢাবি শিক্ষার্থীরা। ফোরামের আহ্বায়ক মোঃ আকাশ হোসেন আবিদ জানান, তাদের ৪টি দাবি হচ্ছে:

১) সাত কলেজের অধিভুক্তি বাতিল

২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতিশীলতা আনয়ন

৩) বিশ্ববিদ্যালয় এলাকার যানচলাচল সীমিতকরণ এবং

৪) বিশ্ববিদ্যালয় এলাকায় চলাচলরত রিক্সার ভাড়া নির্ধারণ।

আন্দোলনে অংশগ্রহণকারী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রুপক আহমেদ বলেন, “সাত কলেজ অধিভুক্তি আমাদের এবং এসব কলেজের শিক্ষার্থীদের জন্য গলারকাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমরা এর থেকে নিস্তার চাই।”

About

Popular Links