Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

পালিয়ে যাওয়া স্ত্রীর নতুন স্বামীকে হত্যার পরিকল্পনা, অতঃপর

সম্প্রতি এক আত্মীয়ের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন তার স্ত্রী

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০৮:০৮ পিএম

রাতের আঁধারে পালিয়ে যাওয়া স্ত্রীর নতুন স্বামীকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থানের সময় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার কাছ থেকে স্টিলের তৈরি ১টি পাইপগান, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল ও ১টি ছুরি উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।  

নাটোর র‌্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রাজিবুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার বাবলু প্রামানিকের (৪০) বাড়ি গুরুদাসপুর উপজেলার সাবগাড়ী গ্রামে।

রাজিবুল আহসান জানান, বুধবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর গুরুদাসপুর উপজেলার পার-গুরুদাসপুর এলাকায় অভিযান চালিয়ে বাবলুকে তল্লাশি করে অস্ত্র উদ্ধার করে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল জানিয়েছেন, সম্প্রতি জাহিদ নামে এক আত্মীয়ের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন তার স্ত্রী আলেয়া। এতে ক্ষুব্ধ হয়েই জাহিদকে হত্যার জন্য সে অস্ত্রসহ সেখানে অবস্থান নিয়েছিল।

   

About

Popular Links

x