Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

এবছরের জাতীয় মৎস্য সপ্তাহের স্লোগান ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০২:২৫ পিএম

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিটি মানুষের পুষ্টির চাহিদা পূরণ করা হবে। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি ও সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন। এসময় মৎস্য খাতে অবদানের জন্য নির্বাচিত ১৭ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ‘জাতীয় মৎস্য পুরস্কার ২০১৯’ প্রদান করেন প্রধানমন্ত্রী।

বুধবার থেকে দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ শুরু হয়ে চলবে ২৩ জুলাই পর্যন্ত। এবছরের জাতীয় মৎস্য সপ্তাহের স্লোগান ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।’

মৎস্য উৎপাদন ও রফতানির ক্ষেত্রে মাছের মান বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা খাদ্যের নিরাপত্তা অর্জন করতে পেরেছি। এবার পুষ্টির চাহিদা পূরণ করবো। মাছ হচ্ছে পুষ্টির নিরাপদ উৎস।”

তিনি বলেন, “নিজের পতিত জলাশয়ে মাছ চাষের উদ্যোগ নেওয়া যেতে পারে। কোনও একটা জায়গা যেন পড়ে না থাকে। এসব স্থানে মাছ চাষ করলে নিজে খেয়ে বিক্রিও করা যায়। আমরা খাদ্যে, শিক্ষায়, সমৃদ্ধিতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চাই।”

   

About

Popular Links

x