অসত্য তথ্য দেওয়ার অভিযোগে প্রিয়া সাহার বিরুদ্ধে করা দু’টি মামলায় খারিজ করে দিয়েছেন আদালত।
রবিবার (২১ জুলাই) দুপুরে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান এ আদেশ দেন।
এরআগে রবিবারসকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালতে ঢাকা বার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. ইব্রাহিম খলিল একটি মামলা নথিভুক্ত করেন। এছাড়াও ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে আরও একটি মামলাটি দায়ের করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন।
প্রসঙ্গত, গত বুধবার (১৭ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজে ধর্মীয় ও জাতিগত কারণে নিপীড়নের শিকার হওয়া ১৯টি দেশের ২৭ জন ব্যক্তির সাথে ট্রাম্প সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের ৩ কোটি ৭০ লক্ষ সংখ্যালঘু নিপীড়নের মিথ্যা অভিযোগ করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা।