Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

‘ঈদের ১০ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা’

পাশাপাশি, ট্রাক, লরি ও ভারী যানবাহনগুলো ঈদের আগে তিনদিন ও পরের তিনদিন বন্ধ থাকবে

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০৪:০৯ পিএম

ঈদের ১০ দিন সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি, ট্রাক, লরি ও ভারী যানবাহনগুলো ঈদের আগে তিনদিন ও পরের তিনদিন বন্ধ থাকবে।

সোমবার (২২ জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

কাদের বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো ঈদ-উল-আযহার আগেই মেরামত করা হবে। ঈদের প্রস্তুতিতে দেশের মহাসড়কের অবস্থা ভালো। সড়কের কারণে যানজটের সৃষ্টি হবে না। তবে দেশের বন্যাকবলিত এলাকার সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা হচ্ছে।

কোরবানির পশুর হাট প্রসঙ্গে তিনি বলেন, যত্রতত্র পশুর হাট বসানো হয় যাবেনা। আবার হাইওয়ের পাশে যেন পশুর হাট না বসে এবং ঢাকা সিটিতেও পশুর হাট বসানোর বিষয়টি শৃঙ্খলার মধ্যে থাকে, সে ব্যাপারে তাদেরকে লক্ষ্য রাখতে অনুরোধ করা হয়েছে।

About

Popular Links