Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু টেস্টের সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা নির্ধারণ

পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ সিদ্ধান্তটি কার্যকর থাকবে

আপডেট : ২৮ জুলাই ২০১৯, ০৩:০৫ পিএম

রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলায় প্রাইভেট হাসপাতাল/ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলোর পরিচালক/ ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের 'ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা' সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৮ জুলাই) থেকে এ মূল্য তালিকা কার্যকর হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাংলা ট্রিবিউন। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এটি কার্যকর থাকবে বলে সভায় সিদ্ধান্ত হয় বলেও প্রতিবেদনটি জানানো হয়েছে।  

সিদ্ধান্তগুলো হলো-

১) ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য টেস্টগুলোর মূল্য নিম্নরূপ হবে:

ক) NS1- ৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল ১২০০ – ২০০০ টাকা।

খ) IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০ টাকা (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিল ৮০০ – ১৬০০ টাকা

গ) CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০ টাকা (সর্বোচ্চ) যার পূর্বমূল্য ছিল ১০০০ টাকা।

এই মূল্য তালিকা  ২) সব প্রাইভেট হাসপাতাল/ ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু রোগীদের জন্য একটি ‘ওয়ান স্টপ সেন্টার’ চালু করবে।

৩) সব হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে।

৪) ডেঙ্গু রোগীর সংখ্যার অনুপাতে ডাক্তার, নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হবে।

About

Popular Links