রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার হামিদখারহাট এলাকায় রিক্সা চালক মোঃ ইউনুসের বসতঘরের মাটির মেঝে খুঁড়ে শতাধিক বিষধর গোখরা সাপের বাচ্চা পাওয়া গিয়েছে।
রবিবার (২৮ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চেষ্টা করে গোখরা সাপের বাচ্চাগুলোকে ধরেন সাপুড়ে লিটন সরদার।
লিটন সরদার জানান, খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে বসতঘরের মধ্যে লুকিয়ে থাকা খয়েরি রংয়ের কয়েক প্রজাতির গোখরা সাপের শতাধিক বাচ্চা ধরি। সাপগুলো বাচ্চা হলেও সম্পূর্ণ বিষধর ছিলো। বাচ্চাগুলো ধরা পড়লেও মা গোখরাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, বর্ষার মৌসুমে সাপের আনাগোনা খুব বেশি বেড়ে যায়।