খুলনার খালিশপুরে শিশু শিক্ষার্থীকে (৮) বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৪ আগস্ট) সকালে অভিযুক্ত শিক্ষক মাওলানা আল আমিনকে (২৭) গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বিরুল আলম।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই রাতে নিউজপ্রিন্ট মিল হাফেজীয়া মাদ্রাসার ওজুখানার পাশে একটি ফাঁকা স্থানে নিয়ে ওই ছাত্রকে বলাৎকার করেন মাওলানা আল আমিন।
বৃহস্পতিবার ওই ছাত্রের মা তার ছেলেকে দেখতে ওই মাদ্রাসায় যান। সেখানে গিয়ে তিনি তার ছেলেকে অসুস্থ অবস্থায় পান। পরে তার ছেলে তাকে বলাৎকারের ঘটনাটি জানায়।
এই ঘটনায় ওই ছাত্রের মা বাদী হয়ে খালিশপুর থানায় একটি মামলা দায়ের করেন। এরপ্রেক্ষিতে শনিবার সকালে আটক করা হয় অভিযুক্ত শিক্ষককে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, বলাৎকারের সময় ওই ছাত্রকে মারধর করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষক আল আমিন স্বীকার করেছেন। তিনি এর আগেও কয়েকবার এই ঘটনা ঘটিয়েছেন।
ভুক্তভোগী ওই ছাত্র বর্তমানে খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।