Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় আসছে বিশ্বের সবচেয়ে পুরাতন সেলুন ‘ট্রুফিট অ্যান্ড হিল’

পুরুষদের জন্য বাংলাদেশে চালু হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরাতন ও  ঐতিহ্যবাহী সেলুন ‘ট্রুফিট অ্যান্ড হিল’

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১২:০২ পিএম

পুরুষদের জন্য বাংলাদেশে চালু হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরাতন সেলুন ‘ট্রুফিট অ্যান্ড হিল’। 

সোমবার (৫ আগস্ট) থেকে রাজধানী ঢাকার গুলশান অ্যাভিনিউ-এর মলি ক্যাপিটা সেন্টারে পুরুষদের সবধরনের সেবাদানকারী সেলনটি চালু হবে। এই উপলক্ষে রোববার (৪ আগস্ট) সেলুনটিতে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। 

গ্রেট ব্রিটেনের নয় রাজার সময়কাল ধরে রাজপরিবারকে সেবা দিয়ে আসা ঐতিহ্যবাহী এ সেলুনটি ধারাবাহিকভাবে সদস্যদের সেবা দিয়ে আসছে, ১৮০৫ সালে ইংল্যান্ডের মে ফেয়ারে প্রথমবারের মতো চালু হওয়া এ সেলুনটি প্রথমবারের মত ঢাকায় আনছে ভারতীয় প্রতিষ্ঠান লয়েডস লাক্সারি লিমিটেড। 

হট টাওয়েল সেভ, পেডিকিওর ও ম্যানিকিওরসহ পুরুষদের জন্য এই অত্যাধুনিক বারবার শপে থাকবে ১৫০ টিরও বেশি প্রোডাক্ট।



   

About

Popular Links

x