Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

মৌসুমি নিম্নচাপে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বুধবার (৭ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্ক বার্তার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সংকেতের কথা বলা হয়েছে

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০২:৩১ পিএম

মৌসুমি গভীর নিম্নচাপ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

বুধবার (৭ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্ক বার্তার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সংকেতের কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপটি বুধবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিলোমিটার, মংলা সমুদ্রবন্দর থেকে ৩০৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ দুপুর থেকে বিকালের মধ্যে ভারতের উত্তর উড়িষা-পশ্চিমবঙ্গ উপকূল (বালেশ্বরের নিকট দিয়ে) অতিক্রম করতে পারে

নিম্নচাপটির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল থাকায় উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১-২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এসময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

   

About

Popular Links

x