Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু মোকাবেলায় ঢাকার দুই সিটিতে বরাদ্দ হলো ১৫ কোটি টাকা

সব মিলিয়ে সিটি করপোরেশনগুলোকে মোট ২১ কোটি টাকা এবং পৌরসভাগুলোকে ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০৬:২২ পিএম

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (৭ আগস্ট) সচিবালয়ে ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা জানান মন্ত্রী।

তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক সিটি কর্পোরেশনকে সাড়ে সাত কোটি টাকা করে থোক বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যান্য সিটি কর্পোরেশনগুলোর জন্য একটি অঙ্কের টাকা বরাদ্দ করে পাঠানো হয়েছে। সবমিলিয়ে সিটি করপোরেশনগুলোকে মোট ২১ কোটি টাকা এবং পৌরসভাগুলোকে ৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।”

তাজুল ইসলাম জানান, ডেঙ্গুর বাহক এডিস মশা যানবাহনের মাধ্যমে যাতে অন্য জেলায় ছড়াতে না পারে, সেজন্য বাস, ট্রেন ও লঞ্চ ছাড়ার আগে স্প্রে করা এবং পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

প্রসঙ্গত, এবছর ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের বেশি এবং ২৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসা তথ্যানুযায়ী এসংখ্যা কয়েকগুণ বেশি।

About

Popular Links