Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কে তীব্র যানজট, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

রোববার (৮ আগস্ট) সকালে মহাসড়কের ঘারিন্দা, কান্দিলা, রাবনা, শিবপুর, বিক্রমহাটি, রসুলপুর, পুংলি ও এলেঙ্গাসহ বিভিন্ন স্থানে ঘুরে এমন চিত্র দেখা গেছে

আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১২:৩২ পিএম

মহাসড়কের টাঙ্গাইলের অংশে তীব্র যানজট থাকায় সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ঘরমুখো মানুষ। 

রোববার (৮ আগস্ট) সকালে মহাসড়কের ঘারিন্দা, কান্দিলা, রাবনা, শিবপুর, বিক্রমহাটি, রসুলপুর, পুংলি ও এলেঙ্গাসহ বিভিন্ন স্থানে ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

এছাড়াও ভোররাতে বঙ্গবন্ধু সেতুর একাধিকবার টোল আদায় বন্ধ থাকায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো লাখো মানুষ। 

রংপুরের ফজলু মিয়া, দিনাজপুরের আরফান আলী ও বগুড়া আব্দুল জব্বারসহ একাধিক যাত্রী জানিয়েছেন, যাত্রীদের কাছে টাকা থাকা সত্ত্বেও খাবার কিনে খেতে পারছে না। ফলে যাত্রীদের ক্ষুধা নিবারণও করতে পারছে না। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, “বঙ্গবন্ধু সেতু এলাকায় গাড়ি টানতে শুরু করেছে। আশা করি কয়েক ঘণ্টার মধ্যে যান চলাচল শুরু হবে।”


About

Popular Links