Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

সাঈদ খোকন: কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যেই অপসারিত হবে

তিনি জানান, ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনও কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের কাজ চলবে

আপডেট : ১২ আগস্ট ২০১৯, ০৯:২৫ এএম

কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

রোববার (১২ আগস্ট) জাতীয় ঈদগাহ মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা জানান তিনি।

সাঈদ খোকন বলেন, “এরইমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের প্রথম দিনের বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। দ্বিতীয় ও তৃতীয় দিনও কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করা হবে।”

তিনি জানান, জাতীয় ঈদগাহ মাঠে মশার ওষুধ ছেটানো হয়েছে। সোমবার আবারও ছেটানো হবে। এছাড়াও ময়দানের বৃষ্টির পানি নিষ্কশনের সার্বিক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশুদ্ধ পানির ব্যবস্থাও করা হয়েছে।

ডেঙ্গু রোগে যারা আক্রান্ত ও মারা গেছেন তাদের জন্য ঈদের নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে জানিয়ে সাঈদ খোকন বলেন, ডেঙ্গু আক্রান্তের পরিবার ও এই রোগে আক্রান্ত হয়ে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের সবার জন্য অনেক সমবেদনা রয়েছে।

About

Popular Links