Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

পরিকল্পনামন্ত্রী: উন্নয়নের স্বার্থে কোনো বিভেদ থাকবে না

তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে

আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১২:৪৭ পিএম

মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের ১৭ টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুলাই) সকাল ৮টায় শহরের কেন্দ্রীয় শাহ ঈদগাহ জামে মসজিদে নামাজ আদায় করেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।  

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের উন্নয়নের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। দেশের উন্নয়নের স্বার্থে কোনো বিভেদ থাকবে না। মতভেদ থাকলে সেটা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। সড়ক, সেতু, কলেজ হাসপাতাল, মসজিদ, মন্দির এগুলোর ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না।  

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি মিসবাহ উদ্দিন রুমি, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুর ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হারুনুর রশিদ প্রমুখ।

About

Popular Links