তীব্র তাপদাহে জনজীবনে নেমে এসেছে অস্থিরতা। কুড়িগ্রামে তীব্র গরমে হিটস্ট্রোক এ আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৯ জুলাই) এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম সেকেন্দার আলী (৫৮)। তার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সন্ন্যাসী গ্রামে।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সেকেন্দার আলী। তাৎক্ষণিকভাবে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার (১৯ জুলাই) কুড়িগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস যা চলতি বছরে এ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা।