Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

একরাতেই ছাত্রলীগ নেতার তিনশ’ আমগাছ কেটে ফেললো দুর্বৃত্তরা!

বাগানে সারিসারি আমগাছগুলো নুয়ে পড়ে থাকতে দেখে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে গাছগুলো

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ০১:৪২ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজের আমবাগানে বিভিন্ন প্রজাতির তিনশ’ আমের গাছ কেটে ফেলেছেন দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) গভীর রাতে নবাবগঞ্জ উপজেলার পলিরামদেবপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। এবিষয়ে ছাত্রলীগের সভাপতি নবাবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে বুধবার সকালে আমবাগানে গিয়ে দেখা যায়, ওই আমবাগানের সারি সারি আমগাছগুলোর মাথা নুয়ে পড়ে রয়েছে। আম গাছগুলোকে ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে।

আম বাগান মালিক ও নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ জানান, “উপজেলার পলিরামদেবপুর এলাকায় পাঁচ একর জায়গা নিয়ে আম বাগানটি গড়ে তুলি। সেই বাগানে বিভিন্ন প্রজাতির ফলজ আমগাছ লাগানো হয়েছিল। বাগানের ওই আমগাছগুলোতে এবার আমও এসেছিল। আমগাছগুলোর বয়স প্রায় ৫ বছর মতো হয়েছিল। কিন্তু কে বা কারা গতকাল রাতের অন্ধকারে গাছগুলোকে কেটে ফেলেছে এটা আমার জানা নেই। এর আগেও ওই বাগানের প্রায় সাতশ’ আমগাছসহ বিভিন্ন প্রকার ফলজ গাছ কেটে ফেলেছিল দুর্বৃত্তরা।

নবাবাগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, “গাছ কাটার বিষয়ে এখন পর্যন্ত কোন ধরনের লিখিত অভিযোগ পাইনি।” অভিযোগ পেলে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।About

Popular Links