Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

অবিলম্বে কাঁচা চামড়া কেনা শুরু করবে ট্যানার্স অ্যাসোসিয়েশন

বিটিএকে পূর্ব নির্ধারিত সময় অর্থাৎ ২০ আগস্টের আগেই জরুরি ভিত্তিতে কাঁচা চামড়া কেনা শুরু করার অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ০৫:৩৪ পিএম

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে অবিলম্বে নির্ধারিত মূল্যে কাঁচা চামড়া কেনা শুরু করবে ট্যানারি মালিকদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ)।

বুধবার (১৪ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।

এতে বলা হয়, মন্ত্রণালয় কাঁচা চামড়া নিয়ে চলমান পরিস্থিতি বিটিএ’র সাথে পর্যালোচনা করেছে। আলোচনার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় বিটিএকে পূর্বনির্ধারিত সময় অর্থাৎ ২০ আগস্টের আগেই জরুরি ভিত্তিতে কাঁচা চামড়া কেনা শুরু করার অনুরোধ জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রণালয়ের অনুরোধে চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিটিএ অবিলম্বে কাঁচা চামড়া কেনা শুরুর সিদ্ধান্ত ঘোষণা করেছে, উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

কাঁচা চামড়ার মান যাতে নষ্ট না হয় সে জন্য স্থানীয়ভাবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চামড়া সংরক্ষণের জন্য ব্যবসায়ী ও সংরক্ষণকারীদের প্রতি আগেই অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তারা এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে ইতিমধ্যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছে।

উল্লেখ্য, এর আগে দুপুরের দিকে কাঁচা চামড়া রফতানির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায় বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। 

   

About

Popular Links

x