মাগুরায় সদর উপজেলার সিংহডাঙ্গা গ্রামে সামাজিক দলাদলি নিয়ে বিরোধের জের ধরে বুধবার (১৪ আগস্ট) বিকালে প্রতিপক্ষের হামলায় কবির আলি মীর (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের জুনাব আলি মীরের ছেলে।
এলাকাবাসী জানায়, সামাজিক দলাদলি নিয়ে শত্রুজিতপুর ইউনিয়নের সিংহডাঙ্গা গ্রামে খোরশেদ মীর ও বেলাল শেখের সঙ্গে অনেকদিন ধরে বিরোধ চলে আসছে। জমির আইল কাটা ও ক্ষেতের নিড়ানি দেওয়ার ঘটনা নিয়ে উভয়পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়।
একপর্যায়ে বিকাল ৩টার দিকে খোরশেদ মীরের ভাই কবির মীরসহ অন্যান্যরা গ্রামের মধ্যে পাট ধোয়ার কাজ করছিলো এমনসময় বেলাল শেখের নেতৃত্বে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অন্তত ১০জন গুরুতর আহত হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কবির আলি মীর মারা যান।