Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

সতর্কতা সংকেত নামিয়ে ফেলেছে আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় দেওয়া সতর্কবার্তায় জানায়, বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়োহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১০:১৭ এএম

চটগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় দেয়া সতর্ক বার্তায় জানায়, বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়োহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়।

এর আগে, লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির মধ্যে সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল।

About

Popular Links