Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

রাজবাড়ীতে পিকনিকের বাস খাদে পড়ে স্কুলছাত্র নিহত

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে কালুখালীর দুর্গাপুর বাস স্টান্ড এলাকায় এঘটনা ঘটে। পিকনিকের বাসটি পটুয়াখালী থেকে মেহেরপুর জেলায় ফিরছিলো

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১১:৪০ এএম

রাজবাড়ী জেলার কালুখালীতে একটি পিকনিকের বাস খাদে পড়ে শামীম হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।এ ঘটনায় কমপক্ষে ১৬জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে কালুখালীর দুর্গাপুর বাস স্টান্ড এলাকায় এঘটনা ঘটে। পিকনিকের বাসটি পটুয়াখালী থেকে মেহেরপুর জেলায় ফিরছিলো। 

নিহত শামীম হোসেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার খাসমহল গ্রামের শফিউল ইসলামের ছেলে। সে তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোরদার জানান, বুধবার মেহেরপুর থেকে একটি বাসে করে ৪০জন পটুয়াখালীর কুয়াকাটায় পিকনিকে যায়। ফেরার পথে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাজবাড়ীর কালুখালীতে পৌঁছালে বাস চালক ঘুমিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি।

পরে সংবাদ পেয়ে রাজবাড়ী ফায়ারসার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়।

About

Popular Links