Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

মিরসরাইয়ে ঝর্ণা থেকে পড়ে তরুণের মৃত্যু

মিরসরাইয়ের বড় কমলদহ এলাকার রূপসী ঝর্ণায় বেড়াতে গিয়ে পা পিছলে পাহাড় থেকে ঝর্ণায় পড়ে যান তিনি

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ০৩:১৯ পিএম

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় পাহাড়ি ঝর্ণা পানিতে পড়ে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর এক তরুণ পর্যটকের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

নিহত মেহেদী হাসান (২১) আকবর শাহ থানার প্রশান্তি আবাসিক এলাকার বাসিন্দা। তিনি মুরাদপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির (এনআইটি) শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে মিরসরাইয়ের বড় কমলদহ এলাকার রূপসী ঝর্ণায় বেড়াতে গিয়ে পা পিছলে পাহাড় থেকে ঝর্ণায় পড়ে যান তিনি।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, ডুবুরিরা তল্লাশি চালিয়ে মেহেদীকে ঝর্ণার ৩০ ফুট গভীর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
About

Popular Links