Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

বজ্রপাতে জামালপুরে দুই ভাইসহ নিহত ৩

সকালে আনোয়ার হোসেন ও আল আমিন পার্শ্ববর্তী কাউলার ঝিল বিলে মাছ ধরতে যান।

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১০:০৪ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জ ও সদর উপজেলায় শুক্রবার পৃথক বজ্রপাতের ঘটনায় দুই ভাইসহ তিনজন মারা গেছেন।

তারা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারী গ্রামের আব্দুল লতিফের পুত্র আনোয়ার হোসেন (২৫) ও আল আমিন (১৯) এবং সদর উপজেলার নারায়নপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র ছাইদুর রহমান (৩৫)।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ময়নুল ইসলাম জানান, সকালে আনোয়ার হোসেন ও আল আমিন পার্শ্ববর্তী কাউলার ঝিল বিলে মাছ ধরতে যান। সকাল ১০টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান।

নারায়নপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিয়া জানান, বেলা আড়াইটার দিকে ছাইদুর রহমান বাড়ির পাশে ক্ষেতে কাজ করা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

About

Popular Links