জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি এলাকায় ট্রাক খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার সকালে উপজলাটির তারাকান্দি-ভূয়াপুর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জোয়াহের আলী জানিয়েছেন, “আজ ভোরের দিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।”
নিহতরা হলেন- সরিষাবাড়ির পুটিয়ারপাড় এলাকার নাসির উদ্দিন (৫০), সাঞ্চারপাড় এলাকার রিয়াজ উদ্দিন (৪৫) এবং আব্দুর বারিক (৪৯)। এই দুর্ঘটনায় হযরত আলী, আয়েজ উদ্দিন, স্বপন মিয়া এবং নামে আরও চারজন আহত হয়েছেন। আহত আনিস ট্রাকের চালক বলে জানা গেছে।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই ট্রাকের শ্রমিক বলেই জানিয়েছে পুলিশ। সড়িষাবাড়ি থানার ওসি রেজাউল ইসলাম খান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।