Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১২:২৩ পিএম

কুমিল্লার দেবীদ্বার উপজেলার কুরছাপ এলাকায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকসহ দুই জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি মাইক্রোবাসকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই মাইক্রোবাসের চালকসহ দুজন নিহত এবং মাইক্রোবাসে থাকা আরও তিন জন আহত হন।

নিহতদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয় এবং আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

About

Popular Links