Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

এনিয়ে ফরিদপুরে গত দুইদিনে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ০১:৩২ পিএম

ফরিদপুরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সাহেব আলি নামে আরও একজনের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে গত দুইদিনে চারজনের মৃত্যু হয়েছে। 

সাহেব আলীর বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার মাটিপাড়া গ্রামে। মৃত সাহেব আলি মাটিপাড়া গ্রামের মনছের আলির ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার সকালে সাহেব আলিকে গুরুতর অসুস্থাবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। এনিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাত জন।

মেডিকেল কলেজটির পরিচালক ড. কামুদা প্রসাদ সাহা জানান, “গত চব্বিশ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩শ’ ৫৭ জন। সব মিলিয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২শ’ ৮৯ জন।”

About

Popular Links