Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু: চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ৫৩ হাজার ৩৯৮জন

বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৬ হাজার ১৪৭জন। এরমধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৩ হাজার ৩৩২জন

আপডেট : ২২ আগস্ট ২০১৯, ০৭:৪৮ পিএম

চলতিবছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার (২২ আগস্ট) পর্যন্ত হাসপাতালগুলো থেকে ‘ডেঙ্গু চিকিৎসা’ শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৫৩ হাজার ৩৯৮জন।

একইসময়ে দেশব্যাপী হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা সর্বমোট ৫৯ হাজার ৫৯২জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্যের বরাত দিয়ে এক সরকারি তথ্য বিবরণীতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, “আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৫২মিনিট পর্যন্ত গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন ১ হাজার ৫৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকা শহরে ভর্তি হয়েছেন ৭৬১ জন। এছাড়াও ডেঙ্গু রোগে আক্রান্ত এপর্যন্ত মারা গেছেন ৪৭ জন।”

বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৬ হাজার ১৪৭জন। এরমধ্যে ঢাকা বিভাগেই রয়েছেন ৩ হাজার ৩৩২জন।

   

About

Popular Links

x