Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাতক্ষীরায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

এ নিয়ে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরায় দুই জনের মৃত্যু হলো

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ১১:১৫ এএম

সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শাহানারা খাতুন (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) মধ্যরাতে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

শাহানারা খাতুন সদর উপজেলার কুশখালী গ্রামের খলিলুর রহমানের স্ত্রী।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৮ তারিখে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন শাহানারা। তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে খুলনা মেডিকেলে রেফার করা হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। 

প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার বিকালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের মাদ্রাসাছাত্র আলমগীর গাজী। এ নিয়ে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরায় দুই জনের মৃত্যু হলো।

উল্লেখ্য, সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ও স্বাস্থ্য কমপ্লেক্সে এপর্যন্ত ২৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

   

About

Popular Links

x