নওগাঁর মান্দায় চাচাতো ভাইয়ের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে ছয়বছরের এক শিশু।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। ধর্ষক আবু বক্কর সিদ্দিক (১৯) গ্রামের মমতাজ হোসেনের ছেলে।
পুলিশ বিষয়টি জানার পর শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে ধর্ষককে তার বাড়ি থেকে আটক করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তারেকুর রহমান বলেন, শিশুটির বাবা একজন মুদি দোকানদার। বৃহস্পতিবার রাতে শিশুটি তার বাবার দোকান থেকে বাড়ি ফেরার পথে চাচাতো ভাই তাকে ফুসলিয়ে আম বাগানো নিয়ে যায়। সেখানে ধর্ষণের ঘটনা ঘটলে শিশুটি বাড়িতে এসে তার পরিবারকে জানায়। শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে রাতেই তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে ধর্ষকের বাড়ি থেকে আটক করে। শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। শিশুটিকে উদ্ধার করে আলামত পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।