Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

মন্দিরে পূজায় ব্যস্ত মা, মেয়েকে ধর্ষণ

মঞ্জুরুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ০৭:৪৪ পিএম

যশোরের চৌগাছা উপজেলায় শিব রায় (১৯) নামের এক তরুণের বিরুদ্ধে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।   

শনিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নে এঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। 

শিশুটির মা ও দাদি জানান, মেয়েটির বাবা ভারতে থাকেন। একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে অন্য শিশুদের সঙ্গে বাড়ির বাইরে সে খেলা করছিল। এসময় তার মা পাশের একটি মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন। হঠাৎ শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে এলে তার মা রক্তক্ষরণ দেখতে পান। তখন শিশুটি মাকে জানায়, শিব রায় তাকে কষ্ট দিয়েছে। 

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুরুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চিকিৎসার জন্যে তাকে যশোরে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে আটকের অভিযান শুরু হয়েছে।About

Popular Links