Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় আরও ১৮ ডেঙ্গু রোগী শনাক্ত

সবরোগীই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে কুমিল্লায় এসে ভর্তি হয়, চিকিৎসাধীন রোগীর মধ্যে কেউ আশঙ্কাজনক নয়

আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১০:৪২ এএম

কুমিল্লায় নতুন করে আরও ১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) জেলা সিভিল সার্জন ডা মুজিবুর রহমান জানান, “গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে ৯৬১ জন রোগী ভর্তি হলেও বর্তমানে চিকিৎসাধীন আছেন ৬০ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৯০১ জন।”

তিনি আরও জানান, “সব রোগীই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে কুমিল্লায় এসে ভর্তি হয়। চিকিৎসাধীন রোগীর মধ্যে কেউ আশঙ্কাজনক নয়।”

এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। এ পর্যন্ত জেলায় কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু হয়নি।

   

About

Popular Links

x