অর্থপাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সংসদ সদস্য ও বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী এবং তার স্ত্রী আশফা হক লোপাকে ৬ ঘন্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২৫ আগস্ট) কমিশনের উপপরিচালক জালাল উদ্দিন আহমেদ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করেন বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য ।
এর আগে অর্থপাচারের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে গত ৭ আগস্ট এই দম্পতিকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে ৪ আগস্ট নোটিশ পাঠায় কমিশন। নোটিশে মাহী বি চৌধুরী ও তার স্ত্রী অজ্ঞাত খাত থেকে আয়ের টাকা বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করেছেন বলে উল্লেখ করা হয়।
মাহী ও তার স্ত্রী আশফা হক ওইদিন দুদকে হাজির না হয়ে সময়ের আবেদন করলে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার দিন ধার্য করে দুদক।
দুদক সূত্র জানিয়েছে, কমিশন এই দম্পতির বিরুদ্ধে জুন থেকে তদন্ত শুরু করে এবং যুক্তরাষ্ট্রে অর্থপাচার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পায়।