Sunday, March 23, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঝিনাইদহে বাস ও লেগুনা সংঘর্ষে ১০ জন আহত

তবে তাৎক্ষনিকভাবে দুর্ঘটনায় আহতদের নাম পাওয়া যায়নি

আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ১২:২২ পিএম

ঝিনাইদহে বাস ও লেগুনা সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। 

শনিবার (৩১ আগস্ট) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিকভাবে দুর্ঘটনায় আহতদের নাম পাওয়া যায়নি। 

 কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, “সকালে কালীগঞ্জ থেকে যাত্রীবাহী একটি লেগুনা যশোর যাচ্ছিল। পথে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহণের একটি বাস লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে লেগুনার ১০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।”

   

About

Popular Links

x