Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

পর্নোগ্রাফি আইনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী গ্রেপ্তার

গ্রেপ্তার দুজনই বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।  

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩২ পিএম

সহপাঠীর গোপন ভিডিও প্রকাশের অভিযোগে সেলিম রেজা ও সাবিকুন নাহার অমি নামের বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে দু'জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে তাদের পর্নোগ্রাফি আইনে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার দুজনই বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী।  

পুলিশ সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের জেরে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও করেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। সেই ভিডিও তারা নিজেদের মোবাইল ও ল্যাপটপে রেখে দেন।  সেখান থেকে ভিডিও নিয়ে সামাজিক যোগেযোগ মাধ্যমে ছেড়ে দেন অভিযুক্ত সেলিম রেজা ও সাবিকুন নাহার।  

পুলিশ আরও জানায়, এমন ঘটনার পর দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। এরপরই পুলিশ তাদের গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে নিজেদের অপরাধের কথা স্বীকার করলে তাদের আদালতে হাজির করা হয়। 

বরিশাল বন্দর থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

About

Popular Links