Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনারকে বদলি

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:০৭ পিএম

কক্সবাজারে শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে কর্মরত শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আবুল কালামকে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার (২ সেপ্টেম্বর) এতথ্য জানানো হয়েছে।

তার পরিবর্তে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অতিরিক্ত কমিশনার (যুগ্মসচিব) মো. মাহবুব আলম তালুকদারকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার হিসেবে কক্সবাজারে নিয়োগ করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শাহ কামালের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশনার হিসাবে আবুল কালামের মেয়াদ তিন বছর পূর্ণ হয়ে গেছে। ফলে রুটিন মতোই তাকে বদলি করা হয়েছে।

একইদিন ভিন্ন একটি প্রজ্ঞাপনে এতথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

   

About

Popular Links

x