Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রীর ছবিযুক্ত ব্যাংক নোটের গুজব!

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত কোনো নোট ছাপানো হয়নি বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত কোনো নোট ছাড়েনি বাংলাদেশ ব্যাংক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত যে ১০০ টাকার নোটের ছবি ঘুরতে দেখা যাচ্ছে তা ভুয়া।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বাংলা ট্রিবিউনের।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত কোনো নোট বাংলাদেশ ব্যাংক ছাপেনি। ফেসবুকে যে ছবি দেখা যাচ্ছে তা ভুয়া নোটের ছবি। বর্তমানে কাগুজে নোটে বঙ্গবন্ধুর ছবি আছে। নতুন করে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত কোনো নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত হয়নি।”

প্রসঙ্গত, বর্তমানে বাজারে রয়েছে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০ , ৫০০ ও ১০০০ টাকার নোট। এগুলোর কোনোটিতেই প্রধানমন্ত্রীর ছবি নেই

About

Popular Links