মশা নিধন কর্মসূচির জন্য আগামী অর্থবছরে (২০১৯-২০) ৪৯.৩ কোটির টাকার প্রস্তাবিত বাজেট দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার গুলশানে ডিএনসিসি নগরভবনে মেয়র আতিকুল ইসলাম রাজধানীতে ডিএনসিসির বাজেট ঘোষণা করেন বলে ইউএনবির একটি খবরে বলা হয়।
২০১৯-২০ অর্থবছরে ৩ হাজার ৫৭.২৪ কোটি টাকার বাজেট ঘোষণা করে ডিএনসিসি। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ১ হাজার ১০৬ কোটি টাকা এবং রাজস্ব ব্যয় ৫৫১.৪ কোটি টাকা ব্যয় দেখানো হয়েছে।
অপরদিকে উন্নয়ন ব্যায় ও অন্যান্য ব্যায় যথাক্রমে ২ হাজার ৩৩৫.৭৪ কোটি টাকা এবং ১২ কোটি টাকা ধরা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানী ঢাকায় ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ চলাকালীন সময়ে এডিস মশা দমনে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমলোচনার শিকার হন ঢাকার দুই সিটির মেয়র।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সারাদেশের ৭৩ হাজার ৫৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৯ হাজার ৭৮৫জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।