দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১শ’ ৫৮ কেজি দেশি শিং মাছের পোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোররাতে বিরামপুর সীমান্তের পাটনচড়া এলাকার সড়কে একটি পিকআপ ভ্যান থেকে পোনাগুলোকে উদ্ধার করে বিজিবি। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।
বিজিবি বিরামপুর বিশেষ ক্যাম্পের হাবিলদার সাদির আলী জানান, সীমান্ত দিয়ে দেশি মাছের পোনা পাচার করা হচ্ছে এমন খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহলদল ভোররাতে সীমান্ত এলাকার পাটনচড়া রাস্তার পাশে অবস্থান নেয় এবং সীমান্তের দিকে যাওয়া মাছের ড্রামবাহী একটি পিকআপ ভ্যানকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
পরে ভ্যানে থাকা ১শ’ ৫৮ কেজি পোনা প্রকাশ্য নিলাম ডাকে বিক্রি করা হয়। বিক্রি থেকে আদায় হওয়া টাকা কাস্টমসে জমা দিয়েছে বিজিবি।