চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।
মৃত সৈয়দুল হক (২৯) মহানগরীর চাক্তাই এলাকার বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ইউএনবিকে বলেন, বৃহস্পতিবার বিকালে সৈয়দুল হককে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। শুক্রবার বিকালে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান।
এনিয়ে এক সপ্তাহে চট্টগ্রামে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হলো। এর আগে গত ৩১ আগস্ট বেসরকারি পার্কভিউ হাসপাতালে বাদশাহ মোল্লা (৫৬) ও ৩ সেপ্টেম্বর বিপ্লব দাশ (২৫) নামে একজনের মৃত্যু হয়।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, এডিস মশাবাহী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৩ হাজার ৩৩৭ জন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭৯৩ জন নতুন রোগী।