Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করলো ঝালমুড়ি বিক্রেতা

শিশুটি স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৩৬ পিএম

রাজধানীর কামরাঙ্গীচরে সোমবার (৯ সেপ্টেম্বর) বিকালে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

পরে রাত ৮টার দিকে পুলিশ ও পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। এর আগে তাকে প্রথমে কামরাঙ্গীচর থানায় নেওয়া হয়। 

শিশুটি স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা একজন দিনমজুর বলে জানা গেছে। 

শিশুটির মা জানান, মেয়ে চটপটি ও ফুচকা খেতে চাইলে তিনি বাড়ির পাশের চটপটির দোকানে নিয়ে যান। পরে তাকে সেখানে বসিয়ে বাসায় টাকা আনতে যান তিনি। এ সময় তাদের প্রতিবেশী পরিচিত এক ঝালমুড়ি বিক্রেতা শিশুটিকে পাশের একটি বাসায় নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। 

কামরাঙ্গীচর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রশিদ মিয়াজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।"

   

About

Popular Links

x