Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

স্তন ক্যান্সারের কথা বলে ভুয়া চিকিৎসকের কাণ্ড!

ইকবাল হোমিও হলে গেলে তাকে জানানো হয়, তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৫ পিএম

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার পাঁচহাট বাজার থেকে মানিক তালুকদার নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পাঁচহাট বাজারের ইকবাল হোমিও হল থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিক তালুকদার মদন উপজেলার কাতলা গ্রামের আমির উদ্দিন তালুকদারের ছেলে।

এর আগে একই দিনে পাঁচহাট গ্রামের একজন নারী মানিক তালুকদারের নামে খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, গত ৭ এপ্রিল পাঁচহাট বাজারের ইকবাল হোমিও হলে গেলে তাকে জানানো হয়, তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। পরে ওই নারীকে অজ্ঞান করে মানিক তালুকদার ব্লেড দিয়ে তার বাম স্তন কেটে ফেলেন।

এ ব্যপারে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক বলেন, “মানিক মূলত একজন ভুয়া চিকিৎসক। গ্রেফতারের পরও মানিক তালুকদার নিজেকে হোমিও ডাক্তার হিসাবে পরিচয় দেন। তার কাছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। এতদিন তিনি মা ও শিশু, চর্ম, যৌন সার্জারি বিশেষজ্ঞ পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। এ ব্যপারে খালিয়াজুরী থানায় মামলা হয়েছে “

প্রতারককে মঙ্গলবার দুপুরে নেত্রকোনা কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি ।

   

About

Popular Links

x