Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

পানিতে ডুবে প্রাণ গেল রোহিঙ্গা শিশুর

শরণার্থী ক্যাম্পের পাশে লবণের মাঠে পানিতে খেলছিল শিশুটি।

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৯ এএম

টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পাশে পানিতে ডুবে ইরফান আলী (১১) নামের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাতে ক্যাম্পের পাশে লবণের মাঠে এঘটনা ঘটে।

নিহত ইফরান টেকনাফের নয়াপাড়া শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের আমান উল্লাহর ছেলে।

টেকনাফ নয়াপাড়া শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ আবদুস সালাম জানান, নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পাশে লবণের মাঠে পানিতে খেলছিল শিশুটি। এসময় লবণের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ইফরান। পরে স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পের ভেতরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

About

Popular Links