Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

আগুনে পুড়ে মারা গেলেন দুদক পরিচালকের স্ত্রী

‘সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তানিয়া’

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০০ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোহাম্মদ ইউসুফের স্ত্রী তানিয়া ইশরাত আগুনে পুড়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্টে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে উত্তরার ৬ নম্বর সেক্টরের বাসায় অগ্নিদগ্ধ হন তানিয়া।

ডিএমপি উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, “সকাল সাড়ে ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তানিয়া।”

তিনি বলেন, “আমরা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি— উনি (তানিয়া) মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। গতকাল (বুধবার) রাতে নিজেই শরীরে আগুন দেন বলে জানতে পেরেছি।”

নাবিদ কামাল বলেন, “তানিয়ার পরিবার ও তার স্বামীর পক্ষ থেকে এ বিষয়ে থানায় কোনও অভিযোগ করা হয়নি।”

   

About

Popular Links

x