ফেনীতে পুলিশ সুপার (এসপি) খোন্দকার নুরুন্নবী’র গাড়ি উল্টে তার দেহরক্ষী পুলিশ সদস্য মোজাহার হোসেন (২৮) নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লেমুয়ার কসকায় এসপির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুর্ঘটনাটি ঘটে। এসময় গুরুতর আহত হন পুলিশ সুপার (এসপি) খোন্দকার নুরুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মনিরুজ্জামান, গাড়িচালক মনসাই চাকমা। ফেনী সদর মডেল থানার ওসি আলমগীর হোসেন ঢাকা ট্রিবিউন’কে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, “আহতরা ফেনীর জেড ইউ মডেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত পুলিশ সদস্য (এসপি’র দেহরক্ষী) মোজাহার হোসেনের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
পুলিশ জানায়, রাতে বোগদাদিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন শেষে ফেনী ফেরার সময় তারা দুর্ঘটনার কবলে পড়েন।